Thursday, January 16, 2025

ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর ৩মাসের কারাদণ্ড 

রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে সোমবার(২৮শে ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ক্যানালঘাট, পোড়াভিটা, পতিতালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হেরোইন ও গাজা সেবনের দায়ে তিনজনের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

দন্ড প্রাপ্তরা হলোঃ দৌলতদিয়া ০৪ নং ওয়ার্ড এলাকার কিয়ামুদ্দিন মোল্লাপাড়ার মোঃ তালেব সরদারের ছেলে নুরু সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ১ নং ওয়ার্ড এলাকার তেওতা,নেহালপুরের মৃত আখের মোল্লার ছেলে আশিক মোল্লা (২২), দৌলতদিয়া পোড়া ভিটা এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত সিরু মোল্লার ছেলে তপু মোল্লা (২৪)।

রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here