Thursday, December 26, 2024

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১১ জুয়াড়ি গ্রেফতার

  • মোজাম্মেলহক , গোয়ালন্দ:  গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে (পূর্বপাড়া) জুয়া খেলার অপরাধে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আইয়ুব আলী সহ ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অবস্হিত ইউপি সদস্য আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আইয়ুব আলী সহ ১১ জন জুয়াড়ীকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার আসর হতে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিনসেট তাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অপর ১০ জন হলো দৌলতদিয়ার আজগর শেখ (৩৭), ফজলুল হক (৪৫), মোঃ লতিফ মন্ডল(৪০), মোঃ বাচ্চু বেপারী (৪৯) , মোহাম্মদ শেখ(৪৫), গোলাম মোস্তফা(৩৩), আজিজুল সরদার (৫৫), গোয়ালন্দ পৌরসভার কাজী পাড়ার আনোয়ার হোসেন (৪২), রাজবাড়ী সদর উপজেলার
চরখানখানাপুরের আলতাফ সিকদার(৫৮), এবং ফরিদপুর মধুখালী উপজেলার বাঘাট বিশ্বাস পাড়ার মোঃ রফিকুল ইসলাম (৫৫)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস জানান, গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল দৌলতদিয়ার ইউপি সদস্য আইয়ুব আলীর যৌনপল্লীর বাড়িতে অভিযান চালায়। এ সময় আইয়ুব আলী সহ ১১ জন জুয়াড়ীকে নগদ টাকা ও তাসসহ আটক করা হয়। তাদের বিরূদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় রবিবার মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here