Monday, December 23, 2024

ইউএনও‘র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

মোঃ আমিরুল হক ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলেন ৭ম শ্রেণীতে পড়–য়া মেধাবী ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান, ইসলামপুর ইউনিয়নে সপ্তম শ্রেণীতে পড়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা খবর পেয়ে অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থলে গেলে বরপক্ষ পালিয়ে যায়। পরে স্কুলছাত্রীর পিতা, নানা ও খালা ছাত্রীকে নিয়ে গাঁঢাকা দেয়। পরে স্কুলছাত্রীর খালাকে আটক করলে পরিবারের সকলেই ঘটনাস্থালে উপস্থিত হলে স্কুলছাত্রীর পিতা ও নানার নিকট হতে স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পর্যন্ত বিবাহ দিবেনা মর্মে মুচলিকা নেওয়াসহ ছাত্রীর খালাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন. উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা। এ সময় ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here