Monday, December 23, 2024

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইমদাদুল হক রানা (বালিয়াকান্দি) :  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজার এলাকায় সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন শরীফ পোড়ানো ও অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া, বাজার এলাকার পাকা রাস্তায় উপর সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন শরীফকে পোড়ানো ও অবমাননা করার প্রতিবাদে রাজবাড়ী জজ কোর্টের আইনজীবী এ‍্যাডভোকেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ‍্যাডভোকেট মোঃ জিয়াউর রহমানের সভাপতি হিসাবে বক্তব‍্য রাখেন, খোদ্দরামদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল হাই, ইন্দুরদী উচ্চ বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন, বনগ্রাম জামে মসজিদের খতিব মোঃ রাসেদুল ইসলাম, মাগুড়ার শ্রীপুর উপজেলার দারিয়াপুর দরবার শরীফের খাদেম মাওলানা আবু নাসের আহমেদ প্রমূখ।
বক্তব্যে বক্তাগণ বলেন, কুরআনের অবমাননা মানবো না মানবো না। কুরআন অবমাননাকারীকে বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here