Wednesday, December 25, 2024

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ : বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের দুইযুগে পদার্পন ও ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।  অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা,দোয়া, কেক কাটা ও র‍্যালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সি।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজার কমিউনিটি সেন্টারে যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জুর সভাপতিত্বে স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র সাহিদা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান,সাবেক সভাপতি গনেশ চন্দ্র পাল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ।
আরো উপস্হিত ছিলেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ব‍্যাবস্থাপক মো. জুলফিকার আলী,
সাংবাদিক কুদ্দুস উল আলম, সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, মইনুল হক মৃধা, আব্দুল হালিম, আমিনুল ইসলাম রানা, স্বজন সমাবেশের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জিল্লুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম কোরবান, আবুল কাশেম, সফিউল্লাহ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম সুজাত, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবু, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মিলন হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন, তথ‍্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, সাবেক স্বাস্থ‍্য বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কার্যকরি সদস‍্য আব্দুর রহমান, সামিয়া ফারহানা, আলমগীর হোসেন, সেলিম রেজা, সাইফুল ইসলাম রাজ্জাক, রুহুল আমীন প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here