Monday, December 23, 2024

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ:  সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে ভোটার অধিকার আদায়, তত্বাবধায়ক সরকারের দাবী ও দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদের ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৩ টার সময় দৌলতদিয়ায় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত আন্দোলনের ১০ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে শান্তি পূর্ণ ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ট্রাক টার্মিনাল চত্তর থেকে বিশাল একটি পদযাত্রা বের হয়ে দৌলতদিয়া বাজারের পধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাক টার্মিনালে এসে পদযাত্রা শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি মো.সুলতানুর হোসেন মুন্ন, উপজেলা বিএনপির সাবেক সদস্য হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক আইয়ুব আলী খান,মান্নান সরদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এহিয়া খান,হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক লালটু মন্ডল, কাইয়ুম আলী মোল্লা, ফরিদুজ্জামান ফরিদ, শহীদ পাল, জাহিদুল ইসলাম, মুন্নু মুন্সি, নাজমুল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here