Tuesday, January 21, 2025

ঝিনাইদহের ফুল চাষীরা ব্যস্ত তিন দিবসকে ঘিরে

মোঃ আমিরুল হক : রাত পোহালেই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস।আর কয়েক দিন পর ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলো ঘিরে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের ফুল চাষীরা। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে ফুলের দাম ভালো পেলে লাভের মুখ দেখবেন এমন আশা তাদের।

ঝিনাইদহের কালীগঞ্জ,কোটচাঁদপুর, সদরের গান্নাসহ জেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ নানা রঙের ফুলের সমারহ। ভালো ফলন পেতে শেষ সময়ে ফুল বাগানে চলছে পরিচর্চা। করা হচ্ছে আগাছা দমন, সেচ, সার ও কীটনাশক স্প্রে। বাজার দর প্রথম দিকে কম থাকলেও এখন বেশ ভালো। তবে আগামী দিবসগুলোতে চড়াদামে ফুল বিক্রয় করতে পারলে, সারা বছরের খরচ উঠিয়ে লাভবান হবেন ফুল চাষীরা। এ জেলার ফুল দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে।

কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের ফুল চাষী হৃদয় মন্ডল জানালেন,এবছর এক বিঘা জমিতে গোলাপ ফুল চাষ করেছি। ৩/৪ মাসে আমি এক লক্ষ টাকার গোলাপ ফুল বিক্রি করেছি।আগামীকাল পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বাজার দর ভালো পেলে আরো এক লক্ষ টাকার গোলাপ বিক্রি করতে পারবো।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবছর এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। যা গতবছরের তুলনায় ৩ হেক্টর জমিতে ফুল চাষ বেশি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জানান,কৃষকদের ফুল বাজারজাতকরনের পাশাপাশি সব ধরনের সহযোগীতা করে যাচ্ছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
কৃষি অফিসের তথ্য মতে, জেলার প্রায় ১০ হাজার কৃষক এ বছর ২’শ ৯ হেক্টর জমিতে ফুলের আবাদ করেছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here