Sunday, December 22, 2024

আজই শেষ গোয়ালন্দে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: সুস্থ সংস্কৃতির চর্চাই হোক দুর্নীত মুক্ত সমাজ গঠনের হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সমনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে তিন ব্যাপী নাট্যউৎসব-২০২৩ আজই শেষ হতে যাচ্ছে।

সোমবার ৬ মার্চ সন্ধায় পৌরসভা শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে তিন দিন ব্যাপী চলা নাট্যৎসব আজই শেষ হতে যাচ্ছে।

নাট্যৎসব উপলক্ষে দীর্ঘদিন ধরে চলে গোয়ালন্দ বাজার সম্মিলিত নাট্যদল কার্যালয়ে শিল্পী ও কলাকৌশলদের মহড়া। এ উপলক্ষে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা শিল্পীরা এখন ব্যাস্ত সময় পার করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

আয়োজকরা জানান, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে ফেব্রুয়ারী মাসের শেষের তিনদিন এ নাট্যোৎসবের আয়োজন হয়। এবারি প্রথম অগ্নিঝরা মার্চে নাটক অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু করোনার কারনে ২০২১ ও ২০২২ সালে এ উৎসব বন্ধ ছিল। গোয়ালন্দ সম্মিলিত নাট্যদলের সভাপতি মো. ইসলাম মোল্লার নির্দেশনা ও পরিচালনায় নাটক তিন নাটকে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিত কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে অভিনয় করেছেন তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাদের শেখ বলেন, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র হতে অপসংস্কৃতি,ঘুষ-দূর্ণিতিসহ সকল প্রকার অপরাধ দূর করা সম্ভব বলে আমরা মনে করি। এ ক্ষেত্রে ভালোমানের নাটক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিশ্বাস হতে আমরা কাজ করে চলেছি। আজ নাট্য উৎসবের শেষ দিন সবাইকে নাটক উপভোগ করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here