Wednesday, January 15, 2025

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেল-২৩ অনুষ্ঠিত হলো পাংশায়

রাজবাড়ী জার্নাল ,পাংশা  : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড সংলগ্ন মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত হয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

 ৫ই মার্চ ক্বেরাত সম্মেলনে অংশনেন বিশ্বজয়ী হাফেজ ও ক্বারী সাহেবগণ। তেলাওয়াত করেন; শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী ,ক্বারী উসমান গনী, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, ক্বারী মানজুর বিন মোস্তফা, ক্বারী তানভীর হুসাইন, ক্বারী গোলাম মোস্তফা, হাফেজ এ. কে. এম. মনজুর আহমাদ ভারত ও ক্বারী রিফাত বিন রশিদ প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জিল্লুল হাকিম এমপি। পাংশা উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইউএনও, ওসি মহোদয় ও মাওলানা আ: আলিম প্রমূখ।
ইসলামি সংগীত পরিবেশন করে মঞ্চ মাতান, কলরব শিল্পী গোষ্ঠীর  অন্যতম শিল্পী আবির মাহমুদ।
উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক আবৃত্তিকার সুরকার গীতিকার ইলিয়াস হাসান।

উক্ত ক্বেরাত সম্মেলনকে কেন্দ্র করে, রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাপক লোকের সমাগম হয়।উপস্থিত জনগণ জানান এমন প্রোগ্রাম রাজবাড়ী আরো দেখতে চান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here