Monday, December 23, 2024

ডিবি’র অভিযানে হেরোইন সহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ  রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে ১০.৭ গ্রাম হেরোইনসহ ২ মাদকসেবনকারীকে গ্রেফতার করা হয়েছে । রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার মো. আবুল বেপারীর ছেলে মোঃ আলমগীর বেপারী ওরফে ডুবুরী আলমগীর (৪২) ও উত্তর দৌলতদিয়া বাজার এলাকার মোঃ আমজাদ মন্ডল এর মেয়ে মোছাঃ আনজুমান খাতুন (২৫)।

বিগপ্তিতে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে বুধবার (৮ মার্চ) বিকালে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোতালেব হোসেন, এসআই সনজিব জোয়াদ্দার, এএসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া বাজার এলাকায় শহীদ মিনার এর পাশ থেকে তাদেরকে হাতেনাতে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধিন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here