Monday, December 23, 2024

উদ্ধারকৃত ৩১ টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

রাজবাড়ী জার্নাল প্রতিবেদকঃ হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ ।

৯ই মার্চ বেলা ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। পরে হারানো মোবাইলের প্রকৃত মালিকদের নিকট মোবাইল হস্তান্তর করা হয় ।
তিনি বলেন , ৩১টি হারানো মোবাইলফোন জিডি’র সূত্র ধরে রাজবাড়ী সাইবার ক্রাইম মনিটরিং সেল মোবাইল গুলো উদ্ধার করে।

আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে । হারানো কোন কিছু ফিরে পেলে মানুষ আনন্দ পায় ,এটাই আমাদের প্রাপ্তি , আমাদের সাফল্য । রাজবাড়ী জেলার জনগনকে বলব, যে কোন প্রয়োজনে পুলিশ আপনার পাশে আছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস_মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

হারানো মোবাইল ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোবাইলের প্রকৃত মালিকগন । অনেকেই বলেন মোবাইলের আশা ছেড়েই দিয়েছিলাম । পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে এ জন্য তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here