রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস
- ১৫ আগস্ট রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা অর্ধ উত্তলন,কালব্যাচ ধারন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগস্ট পালিত হয়েছে।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল রহমান সফির সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, রাজবাড়ী ১ আসনের সাংসদ আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার,সহ সভাপতি আকবর আলী মর্জী, বীর মুক্তিযোদ্ধা ও সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, এ্যাডঃ গণেশ নারায়ন চোধুরী , সংরক্ষিত মহিলা আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম ও শফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট উমা সেন , পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফী, থানা আওয়ামি লীগের সভাপতি রমজান আলী খান, , শ্রমিকলীগের সভাপতি রাকিবুল হাসান পিন্টু, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ।
দোয়া মহফিল শেষে ১৫ ই আগষ্টের সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করা হয় ।