মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দে: যক্ষা হলে রক্ষা আছে,হ্যা আমরা যক্ষা নির্মূল করতে পারি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নানা আয়োজনে পালিত হলো বিশ্ব যক্ষা দিবস।
বৃহপ্রতিবার ২৩ মার্চ সকাল ১১ টার সময় বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি ( এম এম এস)এর আয়োজনে ইউএনও পি এস এবং টি এ সি আই বি এর সহযোগিতায় আলোচনা সভা শেষে বিশাল এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মুক্তিমহিলা সমিতির হলরুমে এসে শেষ হয়।
মুক্তি মহিলা সমিতির নিবার্হী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে মুক্তি মহিলা সমিতির কো অডিনেটর আখি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার ও পরিকল্পনার ডা. আমিনুল ইসলাম শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল ডা. নাজমুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি ম্যানেজার বিকাশ চন্দ্রদত্ত, মুক্তিমহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু প্রমুখ।