রাজবাড়ী জার্নাল নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে মাদক”আইস” সহ এই প্রথম এ কে এম ফজলে রাব্বি (৩১)কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । গ্রেপ্তার এ কে এম ফজলে রাব্বি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার পশ্চিম পশরা’র মোঃ মাইনুদ্দিন মোল্লা’র ছেলে । সে রাজবাড়ীতে ভাড়া বাসায় থাকতো ।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক তানভীর আহমেদ ।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২৬শে মার্চ সময় আনুমানিক ১২:০০-১৩:০০ ঘটিকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম আসামি এ কে এম ফজলে রাব্বি (৩১), পিতা মোঃ মাইনুদ্দিন মোল্লা, মাতা মোছাঃ পারভীন বেগম, সাং পশ্চিম পশরা; থানাঃ কোতোয়ালী; জেলাঃ ফরিদপুর। (বর্তমান ঠিকানা কাজী আলাউদ্দিন এর পঞ্চম তলা ০৩ ইউনিট বিশিষ্ট ফ্ল্যাটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া; সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে থানাঃ রাজবাড়ি সদর; জেলাঃ রাজবাড়ী) তে আসামীর দখলকৃত ফ্ল্যাট থেকে ১৪( চৌদ্দ) গ্রাম আইস উদ্ধার সহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।