Tuesday, December 24, 2024

পাংশায় হাফিজ নামের এক মানসিক প্রতিবন্দ্বী নিখোঁজ

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় মো. হাফিজ মোল্লা নামের ১১ বছরের মানশিক প্রতিবন্ধী এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ হাফিজ মোল্লা পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুনদিয়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন নিখোঁজ হাফিজের বাবা জামাল মোল্লা।

হাফিজের বাবা মো. জামাল মোল্লা জানান, আমার ছেলে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফিরে আসতো। গত ১৭ তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ছেলের গায়ে কালো রঙ্গের একটি সয়েটার ও পড়নে খয়েরি রংয়ের একটি হাপ প্যান্ট পরিহীত ছিলো। আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি কোথাও নেই। এ ঘটনায় প্রচার মাইকিং করা হয়েছে।

এখনো আমার ছেলের কোন সন্ধান পাইনি। কোন সহদয়বান ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন আমার ০১৭১৯-০৯৫৮০৩/০১৭৪৬-২২২৩৯৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here