Sunday, December 22, 2024

পদ্মায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটেরপূর্ব পাশে ছাত্তার মেম্বার পাড়ার সামনে বালুর চতালের নীচে পদ্মা নদী থেকে কঙ্কালাস অজ্ঞাতনামা (৪০) পরিচয়ে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শুকুবার ৩১ মার্চ দুপুরে ৭ নং ফেরি ঘাটের পূর্বে বালুর চাতালের নীচে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে কঙ্কালাস অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাত নামা পরিচয়ে ব্যাক্তির মুত্যু হয়েছে অনুমান ২০/২৫ দিন আগে। পদ্মা যমুনা নদীর পশ্চিম দিক থেকে লাশটি থেকে ভেসে এসেছে বলে ধারনা করা হচ্ছে।

দৌলতদিয়া ঘাট নৌ ফাঁড়ি ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, অজ্ঞাতনামা ২০-২৫ দিন পূর্বের মৃত্যু কঙ্কালাস পুরুষ। তার বয়স অনুমান ৩৫থেকে ৪০ হবে। অনুমান করা হচ্ছেপদ্মা ও যমুনা নদীর পশ্চিম দিক থেকে ভেসে এসেছে। ৭নং ফেরিঘাটে পূর্বে বালুর চাতালের নীচ থেকে অজ্ঞাতনামা কঙ্কালাস পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here