Sunday, December 22, 2024

গোয়ালন্দে তৃতীয় লিঙ্গের ৭জন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের ৭ জনকে প্রধানমন্ত্রীর দেয়া জায়গাসহ উপহারের ৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে দৌলতদিয়ার হোসেন মন্ডল পাড়ায় নবনির্মিত আশ্রায়ন প্রকল্পে সরজমিনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন উপকারভোগী ৭ জনের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

ঘর পাওয়া ৭ জন হলেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী মিলন মাহিয়া মাহি, রোকেয়া আক্তার ,অন্তরা খাতুন,রনি চৌধুরী, নিলিমা, রোকেয়া ও আকাশ মন্ডল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ইউনিয়নের মহিলা সদস্য চম্পা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালুসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় দলনেতা মিলন মাহিয়া মাহি বলেন, আমরা এতদিন ১৮/২০ জন মানুষ অসহায়ের মতো বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করতাম। নানা লোকে নানা কথা বলত। ঘরভাড়া দিতে চাইত না। সামাজিকভাবে কেউ মেনে নিতে চাইত না।

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই দূর্বিষহ জীবন হতে মুক্তি দিয়েছেন। সামাজিক পরিবেশে নিজেদের ঘরে বসবাসের সুযোগ করে দিয়েছেন।এর আগে আমরা ভোটার হয়েছি। আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা সমাজের সবার সাথে অন্যান্যদের মতো মিলেমিশে থাকতে চাই।এর জন্য সকলের সহযোগিতা কামনা করি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ৭ টি ঘর এখানকার ২০ শতাংশ খাস জমিতে অগ্রাধিকার ভিত্তিতে নির্মান করে দেয়া হয়েছে। আশা করছি ৭ টি ঘরে ওদের দলের ১৮/২০ জনের মতো যারা আছে সবাই মিলেমিশে থাকতে পারবে। সমাজের লোকজনও তাদেরকে মানুষ হিসেবে আন্তরিকতার সাথে গ্রহন করবেন। তৃতীয় লিঙ্গের সবাই এখন থেকে আরো সম্মানের সাথে জীবন যাপন করতে পারবেন।আমরা তাদের যে কোন প্রয়োজনে সার্বক্ষনিক পাশে থাকবো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here