রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে সরকারী সড়কের পাশ থেকে প্রকাশ্যে দিবালোকে ৫টি শিশু ও বাবলা গাছ কর্তনের অভিযোগ উঠেছে। রবিবার ও সোমবার দুইদিন ধরে গাছ গুলো কেটে নেয়া হয়েছে।
স্থানীয় এলাকার রাশেদুল শেখ, আব্দুস সালাম বলেন, যে গাছ গুলো কাটা হয়েছে তা সরকারী সড়কের গাছ। আমরা এলাকাবাসী নিশেধ করলেও তারা না শুনে বলেছে, গাছ গুলো আমাদের লাগানো তাই বিক্রি করেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
গাছ ক্রেতা সাহেব আলী বলেন, বিমল চন্দ্র বিশ্বাস গাছগুলোর মালিক বলে দাবী করে আমার নিকট ৫টি বাবলা ও শিশু গাছ ২৪ হাজার টাকায় বিক্রি করেছে। তাই গাছ কেটে নিয়েছি।
অভিযুক্ত বিমল চন্দ্র বিশ্বাস বলেন, গাছগুলো আমাদের লাগানো। আমার ঘরের উপর পড়াতে আমি কর্তন করেছি। রাস্তার গাছ সবাই কাটে, তাই আমিও কেটেছি। আমাদেরও হতে পারে সরকারেরও হতে পারে।
এ্যাডভোকেট কমল কান্ত বিশ্বাস বলেন, গাছগুলো আমার হাতে লাগানো তাই আমি কেটেছি। এতে দোষের কি?।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।