পাংশা প্রতিনিধি। “মুমুর্ষ রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্ত দানে” এই স্লোগানে রাজবাড়ীর পাংশা গোল্ডেন ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) গোল্ডেন ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের আয়োজনে র্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমী ভবনে আলোচনা সভা অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
গোল্ডেন ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ নিষাদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ মাসুদুর রহমান অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা, উত্তম কুমার কুন্ডু সদস্য সাবেক জেলা পরিষদ ও পরিচালক এস এন মেডিকেল সেন্টার, এস এম রাসেল কবির সভাপতি পাংশা প্রেসক্লাব, লিটু করিম বিশিষ্ট নাট্যকার ও পরিচালক, স্পোর্টিং ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, মোঃ সুমন মন্ডল প্রতিষ্ঠাটা গোল্ডেন ব্লাড ডোনেশন ফাউন্ডেশন সহ পাংশার বিভিন্ন ব্লাড ডোনেশন গ্রুপের সদস্যবৃন্দ।
এসময় অতিথিরা গোল্ডেন ব্লাড ডোনেশন ফাউন্ডেশন সহ পাংশার সমস্ত রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনকে একটি প্লাটফর্মে নিয়ে আসার কথা জানিয়েছেন তারা।