রাজবাড়ীর গোয়ালন্দে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের স্মরণে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী শাখার আয়োজনে শোকসভা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় দৌলতদিয়া রেল ষ্টেশন সংলগ্ন শহীদ মিনার চত্বরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ৩৫০ জন মোটর শ্রমিক ও অসহায় দুঃস্থ্য মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতির সঞ্চালনায় উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী (এমপি)।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ইন্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, জেলা আওয়ামী মটর চালক লীগের সহ-সভাপতি ও ইয়াং বাংলার জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম, রাজবাড়ী মটর চালক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাজী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, দৌলতদিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন , সহ আ.লীগ ও সহযোগি সংগঠনের অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যোকটি ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল ৫ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিঃ, লবণ ১ কেজি, ডাউল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি বিতরণ করা হয়।