বালিয়াকান্দিঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বালিয়াকান্দি’র বারমল্লিকা গ্রামের আলামিন মোল্লা(৩০)’র বাড়ী থেকে একটি কালো রঙের টিভিএস এপাচি আরটিআর মোটর সাইকেল উদ্বার করা হয়েছে। যার রেজি নং রাজবাড়ী ল-১১-৩২৬৯, ইঞ্জিন নং C1M4092138, চেসিস নং MD624HC11E2K44227, মূল্য অনুমান ১,৩০,০০০ টাকা ।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭শে মে (শনিবার) দুপুরে বালিয়াকান্দির বারমল্লিকা গ্রামে আবুল মোল্লা’র ছেলে আলামিন মোল্লা’র বাড়ী থেকে একটি কালো রঙের টিভিএস এপাচি আরটিআর মোটর সাইকেল উদ্বার করা হয়েছে। আসামী আলামিন মোল্লা পলাতক রয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধে বালিয়াকান্দি থানায় ৮টি মামলা রয়েছে।
পলাতক আসামী আলামিন একজন পেশাদার মাদক বিক্রেতা এবং চোরাই মোটর সাইকেল কেনাবেচার সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন জানায়। এর আগে ২০২১ সালে উক্ত আসামী একটি চোরাই মোটর সাইকল সহ রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট ধরা পড়েছিল।
আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।’