Tuesday, December 24, 2024

পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে চার গ্রাম হেরোইনসহ ০১ জন ও চারগ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ী এবং ০১ জন সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ মোট ০৬ জন পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো ফরিদ পুর জেলার ভাংগা থানার আদম পুর গ্রামের মৃত কাজী বজলুর রহমানের ছেলে কাজী এমদাদ(৪০) জাহানপুর গ্রামের মৃত সিরাজ মাতুবারের ছেলে আসাদ মাতুব্ব (৩৫) মানিকদহ গ্রামের খোকন মাতুবরের ছেলে রাজিব মাতুব্ব (৩৫) সবার বাড়ী একই এলাকায়। উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার কামাল শেখের স্ত্রী ও নুর ইসলাম বাড়ীওয়ালার ভাড়াটিয়া শিলা বেগম(২৩) হাসান,সাইমদ্দিন,শাপলাকনা,রাজু, শামসুল শেখ।

রোববার ২৫ জুন বিকেলে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে উত্তর দৌলতদিয়া পোড়াভিটাস্থ শহিদ মিনারের সামনে ফাঁকা জায়গার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ কাজী এমদাদ(৪০), পিতা-মৃত কাজী বজলুর রহমান , গ্রাম-আদমপুর, ২. মোঃ আসাদ মাতুবার (৩৫), পিতা-মৃত সিরাজ মাতুবার , গ্রাম- জাহানপুর, ৩. মোঃ রাজিব মাতুবার (৩৫), পিতা-মোঃ খোকন মাতুবার , গ্রাম- মানিকদহ, সর্ব থানা- ভাংগা, জেলা- ফরিদপুরদের ০৪ (চার) গ্রাম, মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং ২৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখ ০০.২০ ঘটিকার সময় উত্তর দৌলতদিয়া পোড়াভিটাস্থ মোঃ নুর ইসলাম এর বাড়ী হতে মাদক ব্যবসায়ী মোসাঃ শিলা বেগম(২৩), স্বামী- মোঃ কামাল শেখ , গ্রাম- উত্তর দৌলতদিয়া পোড়াভিটা (নুর ইসলাম বাড়ীওয়ালার ভাড়াটিয়া) থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ীকে ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় দুইটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ১। জিআর ৪৩/১০ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ হাসান মন্ডল, ২। জিআর ৯৬/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামী সাইমুদ্দিন শেখ(৪০) ৩। জিআর ৯০/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ ওয়াহিদুল ইসলাম ওরফে সাজন ৪। জিআর ১৬৬/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী শাপলা কনা হিজড়া(৩২)৫। জিআর- ১৬৪/১৯ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রাজু শেখ(৩২) ৬। সিআর- ১১৫/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ শামছু শেখদের গ্রেফতার করেন।
সকল আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here