রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া করোনা কালিন সময় “বাংলা হেল্প” এর উদ্দ্যোগে কে কে এস বিএইচ এডাব্লিউ আর (কর্মীজীবী ) কল্যাণ সংস্থা এর আয়োজনে ১’শ যৌনকর্মী ও ১,শ প্রতিবন্ধীরা পেলো খাদ্য সামগ্রী। বৃহপ্রতিবার (৮ জুলাই) সকাল ১১ টার সময় দৌলতদিয়া কে কে এস স্কুল মাঠ প্রঙ্গন থেকে এই খাদ্য সামগ্রী বিতণ করা হয়।এ সময় প্রতি পরিবারকে ২০,কেজি চাউল,৩ লিটার তেল , ২কেজি ডাঊল, ১,কেজি চিনি, ১ কেজি লবণ,২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, গুড়া দুধ ৫০০ গ্রাম, ৩ টি লাক্রা সাবান, ৩টি হুইল সাবান,নগত ৫’শ টাকা। মো.নাছিরউদ্দিন (নাছিরের) সভাপতিত্বে খ্যাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নিবার্হী অফিসার মো.আজিজুল হক খান মামুন , রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি, মো. ইউনুছ আলী মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আসাদুজ্জামান( আসাদ),বাংলা হেল্প এর পরিচালক লুথার দাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক, শামীমা আক্তার (মুনমুন),এ ই ডি ফকীর জাহিদুল ইসলাম প্রমুখ। সে সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন , এই কাজের পাশা পাশি গোয়ালন্দ উপজেলার নদী ভাঙ্গন পরিবারের জন্য। দাতা সংস্থার প্রতিনিধিকে কাজ করার জন্য অনুরোধ জানান এবং সার্বিক সহযোগিতার আহবান প্রদান করেন ।