Monday, January 6, 2025

মা-বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে বিয়ে

এস,এম রাহাত হোসেন ফারুক: মা-বাবার শখ পূরণ করতে সাড়ে তিন লাখ টাকায় ভাড়া করে মাত্র সাত কিলোমিটার দূরের পথ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের সৌদি প্রবাসী ইউসুফ মিয়া।

হেলিকপ্টারে কনের বাড়িতে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। হেলিকপ্টার থেকে নেমে বাদ্য-বাজনা বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শ্বশুর বাড়ীর বিয়ের অনুষ্ঠানে যান বর। নিজ বাড়ী থেকে হেলিকপ্টার পর্যন্ত ইউসুফ মিয়া আসেন ঘোড়ার গাড়িতে চড়ে।

তার বিয়ের আয়োজন দেখে অবাক গ্রামবাসী। (১৯ জুলাই)বুধবার দুপুরে রামদিয়া বেনী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে থেকে হেলিকপ্টারে চড়েন বর ইউসুফ মিয়া। এ সময় সঙ্গে ছিলেন দুলা ভাই জাফর শেখ ও ভাগ্নে ভাগ্নী।
রাজধারপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে বরযাত্রীবাহী হেলিকপ্টার।

সেখান থেকে কনের বাড়ী যান ঘোড়ার গাড়িতে চড়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন ইউসুফ মিয়া।

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশ সদস্য মো. সিরাজুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ইউসুফ মিয়ার। বরযাত্রী ৯০ জন যায় মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে করে।

ইউসুফ মিয়ার দুলাভাই জাফর শেখ বলেন, আমার শশুর শাশুড়ির অনেক দিনের শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। তাদের শখ পূরণের জন্যই বিয়েতে এসব আয়োজন করা হয়। তিনি বলেন, হেলিকপ্টারটি সাড়ে তিন ঘণ্টার জন্য সাড়ে তিন লাখ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

বর ইউসুফ মিয়া বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে থেকেছি। বাবা-মার শখ পুরোন করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here