Monday, December 23, 2024

ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

মস্কো : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একটি কমান্ড পোস্ট পরিদর্শন করে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন। শুক্রবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

তারা জানায়, শোইগু সেখানের সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট পেয়েছেন এবং তিনি পূর্ব ইউক্রেনের লাইমানে সফল অভিযান চালানোয় কমান্ডার এবং সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি কখন এ সফর করেন সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উল্লেখ করা হয়নি।

টেলিভিশনে পরিবেশিত বিভিন্ন ছবিতে ইউনিফর্ম পরিহিত শোইগুকে ইউক্রেনে সেন্ট্রাল মিলিটারি ইউনিটের প্রধান জেনারেল আন্দ্রে মর্দভিচেভের উপস্থাপন করা একটি প্রতিবেদন শুনতে দেখা যায়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০-এ উঠতে দেখা গেছে। এটি যুদ্ধ চলাকালে নেওয়া সাঁজোয়া যানগুলোর অন্যতম।

ইউক্রেনে মস্কো বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারি রাশিয়ার আধা-সামরিক গ্রুপ ওয়াগনারের একটি ব্যর্থ বিদ্রোহের পর জুনের শেষের দিকে শোইগু সর্বশেষ কিয়েভের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছিলেন।

 

 

সূত্রঃ ৪ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here