Saturday, December 21, 2024

জাতীয় শোক দিবসে হাফেজদের মাঝে কোরআন বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সি ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ার মাহফিল এবং ৪৮জন হাফেজকে কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলার ৪৮জন হাফেজকে নিয়ে কোরআন শরীফ উপহার ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট ১৯৭৫ সালে সকল নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

কোরআন শরীফ উপহার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোস্তফা মুন্সি, ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি। আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. লুৎফর রহমান প্রমূখ।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here