Monday, November 25, 2024

১০ টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল ।

এ-সময় নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল ব্যবহার করে বিলের মধ্যে ফিক্সড ইঞ্জিন(এক ধরনের ফাঁদ) তৈরি করে মাছ শিকার করার দায়ে কসবামাঝাইল ইউনিয়নের পারকুল গ্রামের ছোহরাব সরদারের ছেলে মোঃ মিরাজুল ইসলাম(২৩) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ৫০০০/-(পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জরিমানা আদায় করা হয়।

অপরাধীর হেফাজত থেকে ১০ টি চায়না দুয়ারি জাল (আনুমানিক ৪০০ ফুট) যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০০০০/-(চল্লিশ হাজার টাকা) জব্দ করে বাজেয়াপ্ত করা হয় এবং প্রকাশ্যে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, ও পাংশা মডেল থানার একদল চৌকস পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here