Sunday, November 24, 2024

মাছ শিকার করতে গোয়ালন্দে বজ্রপাতে কিশোর নিহত

জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বৃষ্টির মধ্যে প্রমত্তা পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে বাদশা শেখ (১৫) নামে এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা তার বাবা ও ভাই আহত হয়েছে।বৃহস্পতিবার(২৬আগষ্ট) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত বাদশা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামাণিকের পাড়ার নুরু শেখের (৫০) ছেলে। তার বড় ভাইয়ের নাম কবির শেখ (২১)।জানা গেছে, দুপুর ১২টার দিকে নৌকাযোগে নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরছিলেন তারা। হঠাৎ চারদিক মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টি নামতে শুরু করে। এর একপর্যায়ে তাদের নৌকার উপর বজ্রপাত হলে বাদশা শেখ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা ও বড় ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল গাফফার।

তিনি জানান,বজ্রপাতের পর আহত অবস্থায় নুরু শেখ ও তার ছেলে কবির অতিকষ্টে নৌকা চালিয়ে তীরে আসেন।পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here