Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ী বালিয়াকান্দির জামালপু‌রে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ মন্ডল (১৯) নামে পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

(২২ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ মন্ডল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ভরত মন্ডলের ছেলে।উচ্চ মাধ্যমিক পাশ করে সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের ভাই সনৎ কুমার মন্ডল বলেন, শুভ দুর্গা পূজার ছুটিতে বাড়ি আসছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার দুই ভাই শুভ মন্ডল ও কাজল মন্ডল মোটরসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিলেন। সে সময় শুভ মোটরসাইকেলের পেছনে বাসা ছিল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লে‌গে শুভ ও কাজল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুখলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তা‌কে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে শুভ মারা যায়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here