Thursday, November 14, 2024

বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনায় হাফেজিয়া মাদ্রাসার ছাত্রকে বেধড়ক মারধোরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার নুরানী মাদ্রাসা সংলগ্ন দোকানে হাফেজিয়া মাদ্রাসার শাওন মোল্যা (১০) নামে এক ছাত্রকে মেহগনির ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাওন মোল্যার মামা তৈয়ুবুর রহমান বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার সংলগ্ন নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নিকট শাহিদুলের চায়ের দোকানে শাওন মোল্যা গিয়ে বসার চাঙের উপর বসে। চাঙে লাথি লাগার অজুহাতে বহরপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আবুল হোসেন ওরফে বড় মনি (৬০) পাশে থাকা মেহগনির ডাল দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতেই বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, শনিবার অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। শাওন মোল্যা এতিম হওয়ার কারণে আমার বাড়ীতে রেখেই তাকে মানুষ করার চেষ্টা করছি। ইতিপুর্বেও ৩ বার মারধোর করেছে এ বড় মনি। চিকিৎসক শাওনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। একদিকে চিকিৎসা নিয়ে ব্যস্ত অন্যদিকে হুমকি আমরা দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here