নেহাল আহমেদ।রাজবাড়ী: রাজবাড়ীতে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাড়ে ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি ও মন্দির দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । জেলা নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করে ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু । এতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ও নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি ও নাগরিক কমিটির সহসভাপতি মনিরুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদৎ হোসেন, জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, নাগরিক কমিটির সদস্য এ্যাড. মাহবুব রহমান, কবি নেহাল আহমেদ । সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস ।
এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দির বহরপুরে অবস্থিত তিনশ বছরের পুরনো জমিদার বাড়ি একদল কুচক্রী মহল বাড়িটি দখল করার পায়তারা করে আসছে । বাড়িতে বসবাসকারি বাসিন্দারা আতঙ্করের মধ্যে দিন যাপন করছে । এসময় বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান তারা ।