Sunday, December 22, 2024

ইসি একটি স্বচ্ছ ও সকল মহলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন চায় : ইসি রাশেদা

ঢাকা,৩ জানুয়ারি, ২০২৪ : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বচ্ছ ও সকল মহলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন চায়। সেই লক্ষ্যে কমিশন কাজ করছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এমন কোনো নির্বাচন করতে চায় না, যেটা দেশকে সংকটের মধ্যে ফেলবে। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই যেন সর্বমহলে স্বীকৃত হয়। আমরা চাই যে, এমন একটা নির্বাচন হবে, তাতে যারাই সরকার গঠন করবে সেই সরকার যেন স্থায়ী রূপ নেয়।’
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে আন্তর্জাতিক চাপ কোনো ইস্যু না, কোনো দিক থেকে কোনো চাপ নেই, কিন্তু ইসির বিগত দিন থেকে একটা অ্যাসেসমেন্ট, নির্বাচনটা যেন কোনো ভাবেই বন্ধ না হয়ে যায়। এমন একটা ফেয়ার নির্বাচন যেন হয়, যেটা সব মহলে স্বীকৃতি পায়।

তিনি বলেন, ‘দেশের জনগণ ও অন্তর্জাতিক বিশ্বসহ সবাইকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে, অন্তর্জাতিক বিশ্বকে আমরা মাথায় রাখছি না। এটা অবশ্যই রাখতে হবে। আমরা বিচ্ছিন্ন কোনো দেশ নয়, আমরা গোটা বিশ্বের একটা অংশ।’

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ওই নির্বাচনটা দীর্ঘদিন স্থায়ী হয়নি। সেবার নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে অল্প দিনের ব্যবধানে আবারও একটা নির্বাচন করতে হয়েছিল।
ভোটের মাঠ আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ইনশাল্লাহ! কোথাও কোনো অসুবিধা হলে জাস্ট প্রমাণ দেন, এখনি অ্যাকশন নেব। যেখানেই অনিয়ম, সেখানেই অ্যাকশন। প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে। ভোটের দিনও যদি কেউ অনিয়ম করে, আমরা ভোট বন্ধ করে দেব।’

সূত্রঃ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here