Thursday, May 9, 2024

রাজবাড়ীতে গণহত্যা দিবস পালন

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ  রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে রাজবাড়ীর লোকোশেড বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ(পিপিএম) । এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডা:ইব্রাহিম টিটিন সহ বীর মুক্তিযোদ্ধাগণ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে শহীদদের আত্নার শান্তি কামনা মোনাজাত করা হয় ।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভা

এরপর রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ(পিপিএম), সিভিল সার্জন ডা:ইব্রাহিম টিটিন, বীর মুক্তিযোদ্ধা জনাব ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here