Sunday, December 22, 2024

সাজনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ীর পাংশায় গাছ থেকে সাজনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ শেখ ওরফে ফাজু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩ টার দিকে পাংশা পৌর সভার কোরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল আজিজ শেখ ওরফে ফাজু মিয়া পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ড কোরাপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।

সাজনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

পরিবার ও পুলিশ জানা গেছে, আব্দুল আজিজ শেখ বাড়ির পাশের গাছ থেকে সাজনা পাড়তে উঠে। গাছের উপর দিয়ে যাওয়া ৩৩ কে.ভি বিদ্যুৎ এর তারে সাজনা ডাল স্পৃস্ট হয় এবং তিনি মারা যান। প্রায় ১ ঘন্টা পরে বিদ্যুৎ অফিসের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচিত্র করে লাশ নিচে নামানো হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিদ্যুৎ অফিসের সহায়তায় ১ ঘন্টার চেষ্টায় আব্দুল আজিজ শেখ কে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here