রোদন মেঘের জল-
তাহমিনা মুন্নী
আবার ফের ইচ্ছে করে
পেতাম যদি সেদিন ফিরে
শস্যে হলুদ গাঁদা ফুলে
আমার অতীত কাল।
ইতল বিতল আমোদপ্রিয়
গোল্লাছুট আর কানামাছি
বৃষ্টি ধোয়া পথ বেয়ে
টাপুর টুপুর জল।
অন্য রকম ভালবাসা
হিজল ফুলের মালা গেঁথে
লুকিয়ে তোর অপেক্ষাতে
দাঁড়িয়ে পুকুর তল।
আবার কি আর আসবে ফিরে
ভর দুপুরে তপ্ত রোদে
দোলনা দোলাই আপন মনে
বন্ধুরা দলবল!
আজ যে কেবল স্মৃতিকথা
মনের পাতায় স্বরুপ কাঠি
আষাঢ়িয়া বৃষ্টি যেন
সেই অতীতের ঢল।।
আজও আসে দিনগুলি আর
শ্রাবণ মেঘের পল
আনমনা মন সব ফেলে তাই
আপন পথে চল।
বৃষ্টিরা সব গুনগুনিয়ে
করছে শোরগোল
পাতার ফাঁকে হলুদিয়া
যাচ্ছে দিয়ে দোল।
এমন দিনে তোর পথেতেই
ছড়িয়ে নীলোৎপল
হৃদয়াকাশ আচ্ছাদিত
রোদন মেঘের জল।’