Wednesday, December 18, 2024

কেতাব উদ্দিন খান ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা ও বৃত্তি প্রদান

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার সুপরিচিত দাতা, সমাজ সেবক, মরহুম কেতাব উদ্দিন খানের নামে গঠিত “কেতাব উদ্দিন খান ফাউন্ডেশন” এর উদ্যোগে বুধবার(১৯ জুন) বিকেল ৩.৩০ মিনিটের দিকে শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ‘মরহুম কেতাব উদ্দিন খানের’ উপর জীবন ও কর্ম শীর্ষক একটি স্মরণসভা ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কেতাব উদ্দিন খান ফাউন্ডেশনের আয়োজনে, অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনজুর এরশাদ খান এর সঞ্চালনায় ও অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক ড: এম এ মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, অত্র ফাউন্ডেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: মতিয়র রহমান, সদস্য মো: আব্দুস সামাদ খান, সদস্য শেলিনা সুলতানা প্রমুখ।

এছাড়াও ফাউন্ডেশনের সদস্য মো: জসীম উদ্দিন, মুক্তার হোসেন, নজরুল ইসলাম, নুর আলম জিকু, ডা: মনজুর শোয়েব খান। সহ-সভাপতি শামীম হাসান, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, যুগ্ন সম্পাদক মো: ফজলুল হক খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আল-আমিন খান সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here