Friday, October 18, 2024

কবিতা : অবিশ্বাস – বাবলু মওলা

অবিশ্বাস
বাবলু মওলা 

এতোটা অবিশ্বাস নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে!
এই যে সৃষ্টি, স্রষ্টা এবং জগৎ এ তো বিশ্বাস
এই যে গ্রহ-গ্রহাণু, তাদের কক্ষপথে আবর্তন
এ তো বিশ্বাস
জাত, কুল, ধর্ম বিশ্বাস
মানব-মানবীর প্রণয় বিশ্বাস।

চাঁদ-সূর্য বা অগ্নি সাক্ষী মেনে
কিংবা সাত পাকে বাঁধা যে পরিণয়
এও তো বিশ্বাস,
অজানা অচেনা কোন এক মানুষের সাথে
সুখে-দুঃখে জীবন কাটিয়ে দেয়াও বিশ্বাস।

বিশ্বাস যেখানে শূন্য, সেখানে কেমন করে হয়
প্রেম-পরিণয়, বসত ভিটা বা সোনালী ফসল!
অবিশ্বাস পুষে রাখে যে মন
সে কিভাবে পারবে সুন্দর করে হাসতে!
মাঠ ভর্তি সবুজের দোল দেখতেও বিশ্বাস লাগে
নদী এবং নর্তকীর অবিচ্ছেদ্য কবিতা লিখতেও
বিশ্বাস লাগে।

যে মালি’র বিশ্বাস নেই
সে উদ্যানে গোলাপ ফোঁটে কিভাবে!
যে রাতের বিশ্বাস নেই
সে আকাশে জোছনা ভাসে কিভাবে!
নদী, নর্তকী ও জোছনা তোমরা বেঁচে থাকো
বিশ্বাস চাষ করো
তোমাদের বুকের কর্ষিত জমিনে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here