নিউইয়র্ক, ২০ আগস্ট, ২০২৪ : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন,তিনি নির্বাচিত হলে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন প্রশাসনের অংশ হওয়ার জন্য স্বাগত জানাবেন। খবর তাসের।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি মাস্ককে মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।
জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মাস্ক তাকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সাথে জুনের বিতর্কে তার ব্যর্থ পারফরম্যান্সের কারণে ক্ষমতাসীন এ রাষ্ট্রপ্রধানকে নির্বাচনী লড়াই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল ডেমোক্রেটরা। এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ২১শে জুলাই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর এবং রাষ্ট্রের শীর্ষ এ পদের জন্য কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।
সূত্রঃ (বাসস ডেস্ক)