রাজবাড়ী জার্নাল ডেস্কঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি’র সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
প্রতিষ্ঠান গুলো হলোঃ
১. আক্তার স্টোর (কুটিরহাট বাজার, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধ)।
২. নাফিস ট্রেডার্স (কোলারহাট বাজার, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ২,০০০/- (দুই হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধ)।
৩. মেসার্স মনির এন্টারপ্রাইজ (কোলারহাট বাজার, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৩,০০০/- (তিন হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধ)।
জেলা প্রশাসন রাজবাড়ী ও সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী বণিক সংগঠন এর সহায়তায় অদ্যকার তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে; উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা রাজবাড়ী ও সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রতিনিধি জেলা পর্যায়ে গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি রাজবাড়ী এবং পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস্যবৃন্দ। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।’