উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় সরকারি প্রণোদনায় পেঁয়াজ বীজ না গজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭৫ জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ করেন উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা’র সভাপতিত্বে এই বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন – উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ। উপজেলা কৃষি বিভাগের সূত্রে জানা যায় এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এক হাজার প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।
ঐ বীজ না গজানোর কারণে ক্ষতির মুখে পড়ে কৃষকেরা তারিধারাবাহিকতায় পুনরায় আবার কৃষকদের মাঝে এক কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করেন উপজেলা কৃষি বিভাগ।’