রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু’র উদ্যোগে ৩শত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী মহিলা দলের সভানেত্রী কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, সাংগঠনিক সম্পাদক রিজিয়া আক্তার, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক এডভোকেট শাহরিয়ার জামান রাজীব, পৌর যুবদলের সাবেক সভাপতি মহসীন উদ্দিন বাবুল,রাজবাড়ী বারের আইনজীবী ,সাবেক ছাত্র নেতা এডভোকেট মিজানুর রহমান সুজন , পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওম্বার আলী, ৬নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান কচি, সাবেক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু বলেন, আগামী’র দেশনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশনায় ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও গণমানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর আহ্বানে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি । এরই অংশ হিসেবে আমাদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বর্তমান শীত বেড়েছে, এ সময় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে শীতে কষ্ট করছে। তাই আমার ওয়ার্ডের তিনশত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার আজকের শীত বস্ত্র বিতরন করা হয়েছে। আমরা যদি সবাই এভাবে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে পারি ,তাহলে তাদের মুখে হাসি ফোঁটাতে পারব ।