রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শখা(ডিবি)’র অভিযানে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ।
তিনি জানান, ১৮ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুরের কাহারপাড়া এলাকার মৃত আলম সরদারের ছেলে মোঃ রুবেল (৩৮) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার কালিবাড়ীর নাছির উদ্দিনের ছেলে মোঃ নাইম ইসলাম (৩০)। সে বর্তমান মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি’র এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনার সময় খানখানাপুর রেলক্রসিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ রুবেল ও মোঃ নাইম ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি সুইস গিয়ার ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’