Sunday, January 5, 2025

গোয়ালন্দে ৫ জানুয়ারি ডাকা বিএনপির সমাবেশ সফল করতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

গোয়ালন্দ সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আগামী ৫ জানুয়ারি উপজেলা বিএনপির (খৈয়াম গ্রুপ) ডাকা সমাবেশ সফল করতে উজানচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) উজানচর ইউনিয়নের আবুলের দোকান এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, জাজিউর রহমান রাসেল কমিশনারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উজানচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ কর্মীসভায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। সমাবেশ সফল করতে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।”

স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই কর্মীসভা উজানচরের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করেছে এবং সমাবেশের প্রস্তুতি কার্যক্রমে গতি সঞ্চার করেছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here