Sunday, January 5, 2025

পদ্মায় জেলের জালে ১৩ কেজির কাতল

গোয়ালন্দ সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি নিলামে বিক্রি হওয়ার পর অনলাইনে ২২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে পদ্মা নদীতে ধরা পড়া একটি ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছ বিক্রির ঘটনা আলোচনায় এসেছে। মাছটি প্রথমে নিলামে বিক্রি হয় এবং পরে অনলাইনে আরও বেশি দামে বিক্রি করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া বাজারের মোহন মণ্ডলের আড়তে মাছটি তোলা হলে নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২২ হাজার ২৭৫ টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাহজাহান শেখ।

পরে মাছটি বিক্রির জন্য অনলাইনে ভিডিও পোস্ট করলে খুলনার এক ব্যবসায়ী প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ২২ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “মাছটি খুবই ভালো মানের ছিল। অনলাইনে ভিডিও পোস্ট করার পর ক্রেতারা আগ্রহ দেখান এবং খুলনার এক ব্যবসায়ী এটি কিনে নেন।”

পদ্মার বিশাল আকারের মাছের এমন উচ্চমূল্য বিক্রি নিয়ে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here