Thursday, January 16, 2025

পাংশার হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর কাশিম বাজার রাজ উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঐ বিদ্যালয়ের উদ্যোগে এ বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে। বিদ্যালয়ের পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ এস, এম আবু দারদাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তাও অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ এস, এম দারদার পায়ড়া উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে বাষিক ক্রিড়া অনুষ্ঠানের শুভ উদ্ধোধনী ঘোষনা করেন। অতঃপর বিদ্যালয়ের ক্রীড়া মোদী শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেন।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। পরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here