উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় প্রথম বারের মতো মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাংশা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা ক্রিকেট একাডেমির আয়োজনে মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মো: শওকত আলী সরদারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আইয়ুব আলী সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস, এম আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সাইফুজ্জামান তুহিন। এসময় উপস্থিত ছিলেন, পাংশা পৌরসভার সাবেক মেয়র সেরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ,কে,এম মনোয়ারুল হক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এনামুল হক (সুজন), পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সেলিম মিয়া, সদস্য সচিব খোকন মিয়া প্রমুখ। খেলার শুরুতে অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার সূচনা করেন। খেলায় ফরিদপুর ক্রিকেট স্কুল ও কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির। ধারা বিবরণীতে ছিলেন, পাংশা শিকল সংগঠনের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মো: বাচ্চু মিয়া।’