Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে মরহুম আব্দুল জলিল মিয়া প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া ফুটবল মাঠে মরহুম আব্দুল জলিল মিয়া প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাব ২-০ গোলে পাবনার কাশিনাথপুর এসোসিয়েশন অব সৌখিন ফুটবলারকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

শুক্রবার বিকালে আব্দুল জলিল মিয়া স্মৃতি সংসদের আয়োজনে দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও শামীম মিয়া মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম মিয়া সুফি। বিশেষ অতিথি ছিলেন, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া। পৃষ্ঠপোশকতা ও সার্বিক তত্বাবধায়ন করেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালনা আব্দুল জলিল মিয়া জুট মিলস লিঃ ও জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ, রাকিব, আবুল কাসেম, সোহরাব, মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। ধারা বর্ণনায় প্রদ্যুৎ কুমার রায়। খেলা পরিচালনায় দিপক কুমার সাহা।
বক্তারা বলেন, গ্রামাঞ্চল থেকে ফুটবল খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। খেলাকে মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যে সৃষ্টির লক্ষে এ খেলার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী ঢাকার সোনালী অতীত ক্লাব যুব সমাজের মধ্যে ফুটবল খেলার প্রেরণা সৃষ্টি করছে। একেএম ফরিদ হোসেন বাবু এ খেলার আয়োজন করায় তাকে ধন্যবাদ জানান। প্রায় ১০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here