Monday, March 10, 2025

সেনাবাহিনীর অভিযানে রাজবাড়ীতে অস্ত্র ও বোমা সহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার সহ সামছুল আলম (৫০) নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিনগত রাতে (৮ই মার্চ) পৌনে ১ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বাস পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার বন্দুক এবং ৪টি দেশি গ্রেনেড উদ্ধার করা হয়।

গ্রেফতার সামছুল আলম বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বায়া পাড়া এলাকার সাদেক বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী আর্মি ক্যাম্প সুত্রে জানাগেছে, একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১ টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার সহ সামছুল আলমকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামি সামছুল আলমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here