Friday, May 9, 2025

পাংশায় মহিউদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মহিউদ্দিনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় পাংশা পৌরসভা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ও বাড়ির পথ আটকিয়ে দেওয়া সংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে জীবননালা গ্রামে জীবননালা মজিলা মাদ্রাসা ও বাড়ির পথ আটকিয়ে দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় প্রতিবেশীরা মহিউদ্দিনকে মারধর করে। এর প্রতিবাদে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলায় শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মো: সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে হাফেজ আব্দুল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজিজপুর রশিদিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মো ইয়াছিন আলী বিশ্বাস, নায়েবে মুহতামিম মাওলানা মো আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মো:জাকির হোসেন, মো:জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বক্তব্যরা প্রশাসনের কাছে মহিউদ্দিন মানিকের ওপর হামলার বিচার দাবি করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ করেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here