উজ্জল হোসেন, পাংশা: “ দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যকে নিয়ে রাজবাড়ীর পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার(১০ মার্চ) পাংশা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর চৌকস দল উপজেলা চত্বরে বিভিন্নভাবে অগ্নিকাণ্ড নির্বাপণ ও দুর্ঘটনা কবলিত বিভিন্ন কলাকৌশল সমূহের মহড়া প্রদর্শন করেন।
মহড়া প্রদর্শনে উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, কৃষি কর্মকর্তা সাঈদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নাসির উদ্দীন, পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের স্টেশন কর্মকর্তা সালাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের বাস্তবায়নে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।’